আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

ফরিদপুরে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বাজারে গোল চিহ্ন

 ফরিদপুর প্রতিনিধি : বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলায় সম্প্রতি সময়ে ফরিদপুরে সকল প্রকার ঔষধ ও খাবারের দোকান ব্যতিত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানসহ যেখানে জনসমাগম হয় এমন জায়গাগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়ে এক গন বিজ্ঞপ্তি জারি করে ফরিদপুর জেলা প্রশাসন। তারই প্রেক্ষিতে গত দুদিন ধরে ফরিদপুরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পুরো ফরিদপুর বর্তমানে এক প্রকার কারফিউ জারির মতো অবস্থা বিরাজ করছে। কেউ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি হতে বের হচ্ছে না। করোনা ভাইরাস মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে শহরে খোলা থাকা মুদি দোকান গুলোতে। দোকানে কিনতে আসা কাস্টমারদের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য ৩ থেকে ৫ফুট দূরুত্বে লাল রংয়ের গোল চিহ্ন দিয়ে রাখা হয়েছে। যাতে একজন ক্রেতা হতে আরেকজন ক্রেতা দূরত্ব বজায় রাখতে পারে। আর এখাবেই বাজারে ক্রেতারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। বৃহস্পতিবার(২৬মার্চ) সকালে গিয়ে এমন চিত্র লক্ষ করা যায় ফরিদপুর শহরের থানার মোড়ের মুদি দোকানগুলোতে। সরজমিনে গিয়ে দেখা যায়, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ক্রেতাদের সুরক্ষার কথা চিন্তা করে এমন পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানান, মুদি দোকানী অসিম সাহা।তিনি জানান, দেশে করোনা ভাইরাসের এক আতঙ্ক বিরাজ করছে। তাছাড়া এই রোগটি যেহেতু ছোয়াচে তাই ক্রেতাদের দূরত্ব বজায় রেখে তারা যেন নিরাপদে বাজার করতে পারে সে জন্য এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এদিকে বাজার করতে আসা এক ক্রেতা মো: রাজু জানান, প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অতিরিক্ত বাজার না করার আহ্বান করেন।তাই সে অতিরিক্ত বাজার করে নাই।আর সেই জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে এই সময়ে বাসার বাইরে বের হয়েছে। তবে দোকন মালিকেরা ক্রেতাদের সুরক্ষার কথা চিন্তা করে দূরত্ব বজায় রাখার জন্য যে পদক্ষেপ গ্রহন করেছে তা অত্যান্ত প্রশংসনীয়।আর এ ধরনের ব্যবস্থা সকল দোকান মালিকেরা করলে নিরাপদে থাকা যাবে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...