আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৩ ইং

করোনা ভাইরাস সন্দেহে ফমেক এর ছাত্রকে ঢাকায় প্রেরন

 ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ এর ৫ম বর্ষের অধ্যায়নরত ছাত্র মিনাজুলকে করোনা ভাইরাস রয়েছে এই সন্দেহে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ভর্তি করা হয়। পরে গতকাল তার অবস্থার কথা বিবেচনা করে রাতেই তাকে ঢাকায় আইডিসিআর এ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুর রহমান। তিনি বলেন তার শরীরে করোনা ভাইরাস রয়েছে প্রাথমিকভাবে এমনটা মনে হয়েছে আমাদের। আর এ কারনেই গতকাল (২৬মার্চ)তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ফরিদপুরে সর্বাধিক সংখ্যক বিদেশী আসার কথা বিচেনা করে করোনার বিস্তার রোধে প্রশাসনের তৎপরতা রয়েছে সর্বোচ্চ। জেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক গুলোতে সেনাবাহিনীর টহল ছাড়াও জেলা পুলিশ মহসড়ক গুলোতে অবস্থান নিয়েছে। এসময় তারা প্রধান সড়কে নেমে চেষ্টা করেছেন যাতে একাধিক ব্যক্তি একসাথে চলাচল না করে এবং প্রয়োজন ছাড়া কেউ বাইরে না আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...