আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

করোনার মধ্যেও মহাখালীতে পোশাককর্মীদের সড়ক অবরোধ

ডেক্স নিউজ : বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানী মহাখালীর আমতলীর একটি গার্মেন্টসকর্মীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে তারা মহাখালী-বনানীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বেলা পৌনে ১২টায় বনানী থানার ওসি নূরে আলম গণমাধ্যমকে জানান, অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতার দাবিতে রাস্তা অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। গার্মেন্টসটির এই বেতন ভাতা বকেয়ার বিষয়টি নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতর এবং কারখানার মালিকপক্ষ বৈঠক হলেও সমাধান হয়নি। আজ সকালে শ্রমিকরা রাস্তা অবরোধ করে বসেন। শ্রমিকরা জানান, আমাদের কারও এক মাস কারও দুই মাসের বেতন বাকি। আন্দোলনের ব্যাপারে বিজিএমইএকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...