আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত হচ্ছে না

 

কিশোরগঞ্জ প্রতিনিধি : ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের জামাত হচ্ছে না। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশের মতো কিশোরগঞ্জের এ ঈদগাহ ময়দানের জামাত বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত এক পরিপত্রও জারি করে। ওই পরিপত্রে ঈদুল ফিতরের নামাজের জামাত এবার ঈদগাহে করা যাবে না বলে জানানো হয়েছে। মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজ নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয়ের এ নির্দেশনার বিষয়ে জানানো হয়। জামাত শেষে কোলাকুলি ও পরস্পর হাত মেলানো পরিহার করার জন্যও অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনা ও বিশেষ সতর্কতামূলক বিষয়াদি অনুসরণ করে শর্তসাপেক্ষে ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায়ের অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...