আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু

ডেক্স নিউজ : করোনাভাইরাসের বিস্তার রোধে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক। মঙ্গলবার (৯ জুন) তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, জুনের তৃতীয় সপ্তাহ থেকে আমরা আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করব। পরে ফ্লাইট শুরু হওয়ার তারিখ জানিয়ে দেয়া হবে। প্রথমে আমরা লন্ডনে যাত্রা করবো। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। প্রায় আড়াই মাস বন্ধ রাখার পর ১ জুন থেকে স্বাস্থ্য বিধি নিশ্চিতের ৩৫টি নির্দেশনা জারি করে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালু করা হয়েছিল। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চলাচল চালুর চিন্তাভাবনা চলছে। সিভিল এভিয়েশন সূত্র জানায়, আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান চলাচল (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে চলবে লন্ডন ও কাতার রুটের ফ্লাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...