আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ডেক্স নিউজ : বকেয়া পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর শেওড়াপাড়ায় প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। এতে রোকেয়া সরণি ও তার আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকালে হঠাৎ সৃষ্টি হওয়া তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরগামী এবং মিরপুর থেকে তেজগাঁওগামী রোকেয়া সরণির দুই পাশের সড়কেই গাড়ির তীব্র জটলা সৃষ্টি হয়েছে। গাড়িগুলো ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে ঠায় দাঁড়িয়ে আছে। অনেককেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানান, শেওড়াপাড়া এলাকায় সড়কের দুই পাশেই গার্মেন্টস শ্রমিকরা অবস্থান নিয়েছেন। এছাড়া, মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বর কেন্দ্রীক ওয়াসার কাজ চলছে। এর ফলে এমনিতেই আশে-পাশের সড়কে গাড়ির ধীরগতি ছিল। পরে গার্মেন্টস শ্রমিকদের অবস্থানের কারণে রোকেয়া সরণিতে গাড়ি চলাচল একরকম বন্ধ হয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মিরপুর, আগারগাঁওসহ আশেপাশের এলাকায়।

মিরপুর এলকার ট্রাফিক পরিদর্শক (টিআই) ওসমান গনি বলেন, মেট্রোরেলের কাজের কারণে রাস্তাটি এমনিতে সংকীর্ণ, অনেক স্থানে গর্ত রয়েছে। এর মধ্যে আজ মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বর এলাকা কেন্দ্রীক ওয়াসার কাজ চলছে। এ কারণে সকাল থেকেই এই সড়কে যানবাহনের ধীরগতি ছিল।

ডিএমপির দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, শেওড়াপাড়া এলাকায় গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। এ কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জামান বলেন, আমরা শ্রমিকদের বলেছি সড়ক থেকে অবরোধ তুলে নিতে সরে যেতে। আমরা মূলত চেষ্টা করছি সড়কে যেন কোনো প্রকার ভায়োলেন্স ছড়িয়ে না পড়ে।

তিনি আরো বলেন, বিজিএমইএর পক্ষ থেকে গার্মেন্টস মালিক ও শ্রমিকদের মাঝে সমঝোতা করানো চেষ্টা চলছে। গার্মেন্টস যেকোনো মালিক বন্ধ করতেই পারে। কিন্তু ‘লেবার-ল’ মেনেই মালিকদের গার্মেন্টস বন্ধ করতে হবে। গার্মেন্টস মালিক ও পোশাক শ্রমিক নেতাদের সাথে লেবার-ল অনুযায়ী কত টাকা পাবে সে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...