সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় ৩দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্ভদ্বোন করা হয়ছে। আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সুন্দরগঞ্জ মাটিও মানুষের নেতা, জাতীয় পার্টির পেসিডিয়াম সদস্য, জননেতা ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী (এমপি) উদ্ধোধন করেন।
এ সময় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউ এনও মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি, জননেতা ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী মাননীয় এম পি ।
তবে আলোচনার শুরুতেই মেলার প্রতিপাদ্য বিষয়ের উপর মূল বক্তব্য উপস্থাপনা করেন, উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা -ই- মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম লেবু, এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাজেদুল ইসলাম, সুন্দরগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আঃ মান্নান মন্ডল, উপজেলা কৃষি সম্পসারন কর্মকর্তা এ কে এম ফরিদুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, দহবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোলাম কবির মুকুল,সাংবাদিক ও প্রধান শিক্ষক এ মান্নান আকান্দ, স্থানীয় সমাজ সেবক সাদেকুল ইসলাম দুলাল, গন উন্নয়ন কেন্দ্রের কর্মী রবিউল হাসান, এবং মা নার্সারীর মালিক তৌফিক খন্দকার প্রমুখসহ আরো অনেকেই।
পরে বক্তব্য শেষে অতিথি বৃন্দরা মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন,