আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

বান্দরবানে এক পরিবারের ১৬ জন আক্রান্ত

বান্দরবান প্রতিনিধি:  বান্দরবান সনাতন কেন্দ্রীয় মন্দিরে সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস’সহ পরিবারের ১৬ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ছাত্রলীগের নেতা, স্বাস্থকর্মী, শিক্ষক, সাংস্কৃতিক অঙ্গনের লোকও আছেন।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, কক্সবাজার পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে প্রথম দফায় বুধবার শনাক্ত হন জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস, তার স্ত্রী শিক্ষক সীমা দাস এবং কন্যা। পরেরদিন দ্বিতীয় দফায় ৪ জন এবং শুক্রবার’রাতে তৃতীয় দফায় আরও ৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। একি পরিবারে ১৬ জন আক্রান্ত হওয়ার ঘটনা জেলায় প্রথম।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শুক্রবারের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া বনরুপা পাড়া মো: শাহাজাহানের মেয়ে কালেক্টরেট স্কুলের এক শিক্ষিকা, সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ছেলে, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক’সহ ২৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। তার আগেরদিন ২৯ জন এবং তারও আগেরদিন ১৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের মধ্যের সিংহভাগ সদর উপজেলার রোগী। এনিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যাটা দাড়ালো ১৬৪ জনে। সুস্থ হয়েছেন ৩২ জন।

করোনা আক্রান্ত পার্বত্য জেলা পরিষদের সদস্য আওয়ামীলীগনেতা লক্ষী পদ দাস বলেন, তিনিসহ পরিবারের সবাই সুস্থ আছেন। তার হালকা জ্বর, কাশি রয়েছে। পরিবারের অন্যদেরও অবস্থাও একিরকম। খুব বেশি সমস্যার কারোই নেই। চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছি। স্বাস্থ্য বিধি অনুসরণ করছি সবাই।

প্রসঙ্গত: করোনা সংক্রমন রোধে গত ১০ জুন বান্দরবান পৌরসভা, সদর ও রুমা উপজেলা তিনটি এলাকা’কে রেড জোন ঘোষনা করে লকডাউন করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...