আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

দুধ কেনার পয়সা নেই মিসরির পানি খেয়ে বেঁচে আছে মা হারা শিশু ঈশান

সাতক্ষীরা  প্রতিনিধি : জন্ম নিয়ে পৃথিবীর থেকে চিরতরে হারিয়ে গেল মায়ের মুখ। অসহায় দিনমজুর পিতার সাধ্য হয়নি মা হারা সন্তানকে দেখভাল করার। ফলে, শিশু ঈশানের আশ্রয় হলো দরিদ্র খালার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিণী (শান্তিনগর গুচ্ছগ্রাম) গ্রামে।

তবে এখানেও আরেক ট্র্যাজেডি। গত বছর সড়ক দূর্ঘটনায় আহত হলেন আশ্রয়দাতা খালা। মানুষের সাহায্য-সহযোগতীয় ঢাকা’র পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। বর্তমানে হাটতে পারছেন। তবে অসহায় পরিবারে ৫ মাসের ফুটফুটে শিশুকে নিয়ে পড়েছেন অবর্ণনীয় বিপাকে।
চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন,ঈশানকে বেবি কেয়ার-১ দুধ খাওয়ানোর। যা প্রতিমাসে ৫-৬টি প্রয়োজন।কিন্তু সেই দুধটুকু কেনার সামর্থ্যও নেই দরিদ্র খালু আশরাফের।
গ্রামের মানুষের সহযোগীতায় মাসে ২-৩টা দুধ কিনতে সক্ষম হলেও তা শিশুর জন্য যথেষ্ট হচ্ছে না। তাই বাধ্য হয়ে দুধের সাথে মিছরি পানি মিশিয়ে ঈশানকে খাওয়াচ্ছে।
এমতাবস্থায় কোনও সহৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের সহায়তা প্রত্যাশা করেছেন তাঁরা। শিশু ঈশানকে এক কৌটা দুধ কিনে দিতে যোগাযোগ করতে পারেন।বেবি কেয়ার ১ দুধ। শিশুর নাম : ঈশান (৫ মাস বয়স)আশরাফ হোসেন (শিশুর খালু) মোবাইল : ০১৭৫৮৩৩৫৭০৮
উল্লেখ্য, সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী বাজারের পাশে সুভাষিণী-জাতপুর সড়কে ১০০ গজ এসে দক্ষিন দিকের ইটের রাস্তা দিয়ে শান্তিনগর (গুচ্ছগ্রাম) বসবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...