আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভার্চুয়াল মিটিংয়ে মিলিত হয়েছিল ইন্দোবাংলা জার্নালিস্ট ফোরাম

বিশেষ প্রতিনিধি : -বাংলাদেশে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাল ইন্দোবাংলা জার্নালিস্ট ফোরামের সদস্যরা।এদিনসংগঠনের সভাপতি গিতার্থ পাঠক ও সহ সভাপতি খায়রুজ্জামান কামাল এর নেতৃত্বে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠকে আন্তর্জাতিক স্তরে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়। দুই দেশের সাংবাদিকদের মধ্যে সাংস্কৃতির বিনিময় যে দুই দেশের বন্ধুত্ব কে মজবুত করবে,আলোচনায় সে কথা অকপটে স্বীকার করেন সবাই। এই মর্মে এই আন্তর্জাতিক সংগঠন সর্বদা কাজ করে যাবার অঙ্গীকার করে।বাংলাদেশের বর্ষীয়ান সাংবাদিক তথা সংগঠনের সম্পাদক এ টি এম মমতাজুল করিম স্বাগত ভাষণ দেন এবং সংগঠনের সভাপতি বর্ষীয়ান ভারতীয় সাংবাদিক গিতার্থ পাঠক সম্পূর্ণ আলোচনা চক্র কে পরিচালনা করেন । এছাড়াও বাংলাদেশ থেকে সাজ্জাদ আলী খান তপু,শওকত আলী,খুরশিদ মোহাল শাপলা,নাসরিন গীতি,এম এ হাদী ও ভারতীয় সাংবাদিকদের মধ্যে বিশ্বজিৎ চক্রবর্তী, শিব কুমার,শহিদুল ইসলাম,দুইনা বর বড়ুয়া,রামকুনগ সহ আরো অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন ।আগামীতে এই সংগঠন কে দুই দেশের সীমানার সীমাবদ্ধতা থেকে বের করে আন্তর্জাতিক স্তরে আরো বড় আকারে প্রতিষ্ঠা দেবার লক্ষে কাজ করে যাবে সমস্ত সদস্য সাংবাদিকরা।

প্রসঙ্গত,১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে । দেশের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, মুক্তিযুদ্ধে জয়ী হওয়ার আনন্দের রেশ তখনো পুরোপুরি কাটেনি পূর্ব বঙ্গের বাঙালির মন থেকে , ঠিক সেই সময় ওই অভিশপ্ত দিনে ঢাকার ধানমন্ডির বাড়িতে আততায়ীর হাতে নৃশংসভাবে খুন হতে হয় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সমস্ত সদস্যকে।তাই পূর্ব বঙ্গের আপামর বাঙালির কাছে এই দিনটি শোকের।ছাড়া বাংলাদেশের এই জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস কে সামনে রেখে এক ভার্চুয়াল মিটিংয়ে মিলিত হয় ইন্দোবাংলা জার্নালিস্ট ফোরাম। ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমের নেতৃত্ব স্থানীয় সাংবাদিকরা শোক দিবস কে সামনে রেখে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও বাংলাদেশের সাংবাদিকরা ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ তম উদযাপন দিবস উপলক্ষ্যে শুভেছা জানান ভারতীয় সাংবাদিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...