আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

দাবি দাওয়া মানা না হলে  কঠোর আন্দোলনের হুশিয়ারি কারিগরি শিক্ষকদের

বিশেষ প্রতিনিধি: গত ২৩শে জানুয়ারি কারিগরি শিক্ষা অধিদপ্তরে শিক্ষকদের মারধোরের বিচারের দাবীতে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত ভাবে সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন শিক্ষক সংগঠন।

সংবাদ সম্মেলনে শিক্ষকদের মারধরের বিচার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও কার্যক্রম ডিজিটালাইজ,দ্রুত সময়ের মধ্য বেতন-ভাতা প্রদানসহ ১১ দফা দাবি তোলেন শিক্ষক সংগঠনের নেতারা।

আগামী ১২ই ফেব্রুয়ারীর মধ্যে শিক্ষকদের দাবি-দাওয়া কার্যকর করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা সম্মিলিত ভাবে মানববন্ধন করেন।

এ সময় বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি মো.আবুল বাসার হাওলাদার, মহাসচিব মো.জসিম উদ্দিন,অতিরিক্ত মহাসচিব মো.সাহেউদ্দীন প্রিন্স, বাংলাদেশ বেসরকারি কৃষি ডিপ্লোমা এসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভূইয়া ,বাংলাদেশ কারিগরি বিএম অধ্যক্ষ সোসাইটির মহাসচিব মোস্তফা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...