রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে আগুন

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত মামলার বাদীকে ফাঁসাতে আসামী মল্লিকা বেগম (৩৬) নিজের ঘরে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত-মোনছের আলীর ছেলে হাফিজার রহমানের সাথে একই গ্রামের মৃত-নছিম উদ্দিনের ছেলে আফছার আলী (৪৫) গংদের সাথে জমিজমা নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এ বিষয়ে হাফিজার রহমান বাদী হয়ে আফছার আলী সহ ১৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

 

যার মামলা নং-৫৮, তারিখ, ২৯-১০-২০১৯ ইং। এ মামলায় সকল আসামীরা গত ৫ নভেম্বর গোবিন্দগঞ্জ সিনিয়র চীফজুডিসিয়াল (চৌকি) পার্থ ভদ্র এর আদালতে জামিন নিতে আসলে বিজ্ঞ আদালত আসামী আফছার আলী (৪৫) মৃত-মহাছন আলী খোকার ছেলে আলম মিয়া (৪২), আফছার আলীর ছেলে মুছা মিয়া (২২), লোকমান আলীর ছেলে আব্দুস ছোবাহান (৪০) এর জামিন না মঞ্জুর করে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করেন।

এতে আসামী পক্ষ ক্ষিপ্ত হয়ে বাদী ও তার লোকজনকে মিথ্যা মামলায় ফাঁশানোর জন্য আফছার আলীর স্ত্রী মল্লিকা বেগম তাদের বাড়ীর বাহিরের একটি ছোট্ট ঘরে গত ৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিজেই আগুন লাগিয়ে চিৎকার করতে থাকে।

আশে-পাশের লোকজন ঘুম থেকে উঠে পাশের পুকুরের পানি দ্বারা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় মল্লিকা বেগম মামলার বাদী হাফিজার ও তার ছোট ভাই দুলা মিয়া এবং পাশের (নিচকিনচাপর) গ্রামের ছবদের আলীর ছেলে আকবর আলী (৫২) কে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছে বলে থানা সুত্রে জানা গেছে।

জনপ্রিয়

পলাশবাড়ী পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণ

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে আগুন

প্রকাশের সময়: ০৭:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত মামলার বাদীকে ফাঁসাতে আসামী মল্লিকা বেগম (৩৬) নিজের ঘরে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত-মোনছের আলীর ছেলে হাফিজার রহমানের সাথে একই গ্রামের মৃত-নছিম উদ্দিনের ছেলে আফছার আলী (৪৫) গংদের সাথে জমিজমা নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এ বিষয়ে হাফিজার রহমান বাদী হয়ে আফছার আলী সহ ১৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

 

যার মামলা নং-৫৮, তারিখ, ২৯-১০-২০১৯ ইং। এ মামলায় সকল আসামীরা গত ৫ নভেম্বর গোবিন্দগঞ্জ সিনিয়র চীফজুডিসিয়াল (চৌকি) পার্থ ভদ্র এর আদালতে জামিন নিতে আসলে বিজ্ঞ আদালত আসামী আফছার আলী (৪৫) মৃত-মহাছন আলী খোকার ছেলে আলম মিয়া (৪২), আফছার আলীর ছেলে মুছা মিয়া (২২), লোকমান আলীর ছেলে আব্দুস ছোবাহান (৪০) এর জামিন না মঞ্জুর করে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করেন।

এতে আসামী পক্ষ ক্ষিপ্ত হয়ে বাদী ও তার লোকজনকে মিথ্যা মামলায় ফাঁশানোর জন্য আফছার আলীর স্ত্রী মল্লিকা বেগম তাদের বাড়ীর বাহিরের একটি ছোট্ট ঘরে গত ৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিজেই আগুন লাগিয়ে চিৎকার করতে থাকে।

আশে-পাশের লোকজন ঘুম থেকে উঠে পাশের পুকুরের পানি দ্বারা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় মল্লিকা বেগম মামলার বাদী হাফিজার ও তার ছোট ভাই দুলা মিয়া এবং পাশের (নিচকিনচাপর) গ্রামের ছবদের আলীর ছেলে আকবর আলী (৫২) কে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছে বলে থানা সুত্রে জানা গেছে।