
গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে সাদুল্যাপুর উপজেলার ইদ্রাকপুর হাই স্কুল মাঠে সমৃদ্ধ অগ্র যাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। চলচিত্র প্রদর্শন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন, জেলা প্রশাসক মো: আবদুল মতিন।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার মো: নবীনেওয়া, অফিসার ইনচার্জ মো: মাসুদ রানা, জেলা তথ্য অফিসার মো: হায়দার আলী, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহিন সরকার, বিটিভি গাইবান্ধা জেলা প্রতিনিধি মো: আবেদুর রহমান স্বপন, বাসস গাইাবন্ধা প্রতিনিধি সরকার মো: শহিদুজ্জামান, সাদুল্যাপুর আওয়ামী লীগের সহ সভাপতি খান্দকার জিল্লুর রহমান, ইদ্রাকপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার, সহকারী শিক্ষক নিখিল কুমার চৌধুরী, সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, শিক্ষার্থী ফারজানা আকতার সুমাইয়া ইসলাম সহ প্রমুখ।
বক্তব্য রাখেন, মাথা পিছু আয় ১ হাজার ৯০৯ মাকিন ডলারে উন্নীত হয়েছে। গড় আয়ু স্বাক্ষরতার হার, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হ্রাস, বাজেটের আকার ৮গুণ বৃদ্ধি হয়েছে। বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২২ হাজার ৫শ ২২ মেগাওয়াট, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার চালু, প্রথম থেকে নবম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মুল্যে ৩৫ কোটি পাঠ্য পুস্তুক বিতরণ।
১৮ হাজার ৫শ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন, কৃষক দের মধ্যে কৃষি কার্ড বিতরণ, ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা, বিনা আমানতে বর্গাচাষিদের ঋণ প্রদান, ৬৮ বছর পর ছিট মহল বিনিময় চুক্তি স্বাক্ষর হয়েছে।