আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁয় ১৬ বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্ক ফোর্সের অভিযানে ১৯.২৪০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়েছে।গতকাল  শুক্রবার রাতে নওগাঁ ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে বিজিবি টহলদল নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা ও থানার ওসি আবুল কালাম আজাদসহ পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল জেলার নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের খোর্দ্দ চম্পা গ্রামে অভিযান পরিচালনা করে এই মূর্তি উদ্ধার করে।

নওগাঁ ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের খোর্দ্দা চম্পা গ্রামের আব্দুল মান্নানের বাড়ীর পার্শ্বে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯.২৪০ কেজি ওজনের ১টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক মূল্য ১৯ লক্ষ ২৪ হাজার টাকা। তিনি আরো জানান, মূর্তিটি দেশের বাহিরে পাচার হচ্ছিল বলে ধারণা করা হয়। অভিযান পরিচালনার সময় আইন শৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মুর্তিটি রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...