
ভারতের মালদা ডিএম শ্রী রাজস মিত্রের আমন্ত্রনে দুই দিনব্যাপী ডিসি ডিএম সম্মেলন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ থেকে যাওয়া ৯ জেলা প্রশাসকসহ ৫৯ সদস্যের প্রতিনিধি দলটি।
আজ শনিবার দুপুরে ভারতের মালদা থেকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে তারা দেশে ফিরেন।
সম্মেলন শেষে দেশে ফিরে এসে প্রতিনিধি দলে নেতৃত্বে থাকা জয়পুরহাট জেলা প্রশাসক মো.জাকির হোসাইন সাংবাদিকদের জানান, দুই দেশের দুইদিন ব্যাপী ডিসি ডিএম সম্মেলনে স্থলবন্দরের, রাস্তাঘাট, সীমান্তে মাদকচোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ, বীটখাটাল, সীমান্তে হাট বসানো, ছীটমহল, সীমান্তের সীমানা পিলার, নদী রক্ষা সহ নানা সমস্যার সমাধান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।