আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

অভিনব কায়দায় ফেন্সিডিল বহনের সময় দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁয় আলুর বস্তার ভিতরে তুলা জড়িয়ে অভিনব কায়দায় ফেন্সিডিল বহনের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি চৌকষ দল। সেই সঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করেছে। এছাড়া অপর এক অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় সদর থানার কাঁঠাতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিনপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে শাহাদৎ হোসেন রুবেল (৩৮) ও ইয়াকুব আলীর ছেলে আহসান হাবিব (৩৫)। নওগাঁ পুলিশ সুপার মো: আবদুল মান্নান মিয়া বিপিএম দুপুর ২টায় ডিবি অফিসে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

এসময় পুলিশ সুপার মো: আব্দুল মান্নান মিয়া বলেন, অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীরা আলুর বস্তার মধ্যে তুলার সাথে জড়িয়ে মাদক বহন করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের সদস্যরা শহরের কাঁঠাতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভ্যানের উপর রাখা বস্তার ভেতরে তুলায় জড়ানো অবস্থায় ৪০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। সেই সাথে একটি পালসার মোটরসাইকেল জব্দসহ উক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে আরো ১ হাজার ১৭৫ পিচ ইয়াবা, ৪০ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ১৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১৩ লক্ষ ৩২ হাজার টাকা। আটককৃতদের মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর থানার ওসি মোঃ সোহরাওয়ার্দী হোসেন, ডিবি অফিসার ইনচার্জ কেম.এম শামসুদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...