আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

যেখানেই ক্ষুধার্ত মানুষ সেখানেই গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম

পলাশবাড়ী প্রতিনিধি : ক্ষুধার কোন জাত নেই,নেই ধর্ম বা বর্ণ।আর এই ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাড়িয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ তৌহিদুল ইসলাম। করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় গরীব মানুষগুলোর জন্য ছুটছেন খাবার নিয়ে।

অনুসন্ধানে জানা যায়, প্রায় এক মাস আগে পলাশবাড়ী উপজেলার পানি উন্নয়ন বোর্ড মাঠে আশ্রয় নেয় কয়েকটি বেদে পরিবার।স্বাভাবিক অবস্থায় এসব বেদে পরিবার গ্রাম গঞ্জে সাপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে।করোনা ভাইরাসের কারনে এসব বেদে পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে।বিষয়টি নজরে আসে গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের। তিনি তৎক্ষনাৎ পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানকে খোঁজ নিতে বলেন।
২১ এপ্রিল মঙ্গলবার পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ পানি উন্নয়ন বোর্ড মাঠে গিয়ে দেখতে পায় ৯টি বেদে পরিবারের ৪০ সদস্য কর্মহীন হয়ে পড়েছে। তিনি তৎক্ষনাৎ জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের উদ্যোগে এসব অসহায় বেদে পরিবারের মাঝে চাল,ডাল,লবন, তেল ও নগদ অর্থ বিতরণ করেন।
বেদে পরিবারের ক্ষুধার্ত মানুষগুলো খাবার সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...