আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

গাইবান্ধায় ধানের ন্যায্য মূল্যের দাবিতে সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত!

গাইবান্ধা প্রতিনিধি : সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় ও ন্যায্য মূল্যের দাবিতে সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্টের আয়োজন একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া হাসপাতাল কৃষি ব‍্যাংকের সামনে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক নেতা তমিন মিয়া ,সবুজ মিয়া ও নূর মোহাম্মদের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে তারা সরাসরি কৃষকদের কাছ থেকে নূন্যতম ৭০ লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা,হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে ১ হাজার ৪০ টাকা দরে ধান ক্রয় করা সহ সরকারের কাছে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন ।

এসময় তারা অভিযোগ করেন প্রতিবছর সরকার স্থানীয় চাতাল মালিক ও আড়ৎদারদের কাছ থেকে ১ হাজার টাকা দরে ধরে ধান ক্রয় করলেও আড়ৎদাররা ৫০০ টাকা দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে। এতে কৃষকরা ধানের ন‍্যয‍্য মুল্য থেকে বঞ্চিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...