আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

ঈদের আগে খুলবে না সিলেটের কোনো শপিং মল-মার্কেট

সিলেট প্রতিনিধি: ঈদের আগে খুলবে না সিলেটের কোনো শপিং মল ও বিপনী বিতান। শুক্রবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের নেতৃবৃন্দের বৈঠকে এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীরা করোনা পরিস্থিতিতে জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ব্যবসায়ী নেতারা জানান, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ১০ মে থেকে সিলেটের কোনো শপিং মল, মার্কেট ও ফ্যাশন হাউস না খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারেও সবাই একমত হন। বৈঠকে সিলেট চেম্বার অব কমার্সরে সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেট্রােপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলসহ বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ি নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা সভা অংশ নেন। এর আগে বৃহস্পতিবার সিলেট নগরীর নয়াসড়ক ব্যবসায়ী সমিতি ঐ এলাকার কোনো ব্যবসা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্তের কথা জানায়। প্রসঙ্গত, ঈদকে সামনে রেখে ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। বেশ কয়েকটি শর্ত মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশের শপিং মলগুলো খোলা রাখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...