আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

বজ্রপাতে ৭ টি গরু সহ ঘরবাড়ি ভষ্মিভূত

গাইবান্ধা  প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক বজ্রপাতে ৭ গরু সহ ঘরবাড়ি ভষ্মিভুত হয়েছে।

জানা যায়, বুধবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নে রাঘব গ্রামের মৃত আফরাজ আলীর পুত্র নয়া মিয়া তার গৃহপালিত ৮টি গরু পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদের চরে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে ব্রজপাতে ঘটনা ঘটে। এতে ঘটনাস্থালেই ৬ গরু ও পরে আরও ১টিসহ ৭টি গরুর মৃত্যু হয়। আহত অপর গরুর অবস্থা আশঙ্কাজনক। এদিকে, এর আগে ভোরে (বুধবার দিনগত) বেলকা ইউনিয়নে পূর্ব বেলকা গ্রামের (কদমতলাস্থ) মৃত বাবুজান শেখের পুত্র ছকিজল হকের বাড়িতে বজ্রপাতের ঘটনায় শয়নঘর সহ সবকিছুই ভষ্মিভুত হয়ে যায়। এ ঘটনায় ছকিজল হকের একটি গরুর গা ঝলসে গেলে তা পরে জবাই করে প্রতিবেশীদের মাঝে মাংস বিতরণ করা হয়।

পৃথক ভাবে হরিপুর ইউপি সদস্য ফারুক হোসেন, চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার জিমি এবং বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্ বজ্রপাতে ক্ষয়-ক্ষতির বিষয় নিশ্চিত করেন।

এছাড়া, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্ সকালে বজ্রপাতে ক্ষতিগ্রস্থ ছকিজল হকের পরিবারে ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার টাকা ও ইউনিয়ন পরিষদ থেকে ২০ কেজি চাল বরাদ্দ দিয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...