আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

বিশ্বে করোনায় ৪ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

ডেক্স নিউজ : পুরো বিশ্বকে হারিয়ে কোথাও যেন জয়ের মুচকি হাসি হাসছে। পুরো বিশ্বকে দমিয়ে প্রতিদিন বিস্তৃত হচ্ছে আগের চেয়ে শক্তিশালী হয়ে। এ যেন অপ্রতিরোধ্য, এ যেন অনিয়ন্ত্রনশীল। একটি ক্ষুদ্র ভাইরাস লাখ লাখ মায়ের কোল এভাবে নিমিষেই খালি করে দিবে তা হয়তো কেউ কখনও কল্পনাও করেনি। করোনা বা কোভিড ১৯ নামক এই মরণব্যধীতে এপর্যন্ত বিশ্বব্যাপী প্রাণ দিয়েছে ৪ লাখ ৩৫ হাজার ১৭৭ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ২৫৮ জন। এদিকে রোববার (১৪ জুন) বিশ্বে একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৮৪ হাজার ৪৩২ জন। এদিকে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৪ হাজার ৩৭৩ জন।

করোনাভাইরাসের বর্তমান কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া ও ব্রাজিল। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৬২ হাজার ১৪৪ জন মানুষ এবং মৃত্যুবরণ করেছেন ১ লাখ ১৭ হাজার ৮৫৩ জন। আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ৮৮২ জন, মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৩৮৯ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৮ হাজার ৯৬৪ জন, মৃত্যু হয়েছে ৬৯৪৮ জনের। আক্রান্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে চলে এসেছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮ জন এবং মৃত্যু হয়েছে ৯৫২০ জনের। আক্রান্তের দিক দিয়ে পঞ্চম এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৮৮৯ এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ৬৯৮ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...