
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে ফলদ বৃক্ষ মেলার দ্বিতীয় দিনে কেনা বেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতা সহ নানা পেশার মানুষ। মেলা ঘুরে ফিরে দেখা গেছে,এবছর মেলায় তুলনা মূলক বেচাকেনার পরিমান অনেক বেশি এবং ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে ।
মেলায় বিভিন্ন প্রজাপতির দেশি বিদেশি ফলের গাছ,নানা রকমের বাহারি ফুলের গাছ,মশলা জাতীয় গাছও উঠেছে অনেক।এছাড়াও রয়েছে বিভিন্ন ওষধি ও ভেষজ গাছের সমাহার।পাশাপাশি রয়েছে মিশ্র ফল বাগান ও বসতবাড়িতে সবজি চাষের প্রদশনী।
একারনে দেখা গেছে বৃক্ষ প্রেমী মানুষের উপচে পড়া ভীড়।এযেন বৃক্ষ প্রেমী মানুষদের মিলন মেলা।আবার বৃদ্ধ বনিতা এমনকি ছোট্ট শিশুরাও কিনতে ভোলেনি তাদের পছন্দের গাছ।নার্সারি মালিকরা এবং বৃক্ষ প্রেমী মানুষ সব মিলে সবাই খুশি এবারের বৃক্ষ মেলায়।এবছর মেলায় নার্সারি মালিক সমিতির ১৬টি,এনজিও সংস্থার ৩টি ও আয়োজক কৃষি অধিদপ্তরের ১টি স্টলসহ মোট ২০টি স্টল বসেছে। জানা যায়, ৩দিন ব্যাপী মেলার সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজাই মাহমুদ।