হিলি প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামের শরীরে করোনা ভাইরাস পভেটিভ এসেছে।
বুধবার (১লা জুলাই) সন্ধায় ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস জানান, দিনাজপুর জেলায় নতুন করে আরো ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে ঘোড়াঘাট থানার ওসি একজন।
এ দিকে করোনা পজেটিভ আসা হাকিমপুর (হিলি) ও ঘোড়াঘাট থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম জানান, ওসি আমিরুল ইসলাম সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তার শরীরের করোনাভাইরাসের কোন উপস্বর্গ নেই। সকলেই তার জন্য দোয়া করবেন।
Leave a Reply