আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ ইং

জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ সহ ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধি: গর্ভবতী মহিলা, প্রসূতি মা ও শিশুর নিরাপত্তাসহ সকল শ্রমজীবি নারীর কাজ,খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দসহ ৫ দফা দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রবিবার (৭ জুন) দুপুরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ৫দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সভাপতি সুভাসিনী দেবী ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী।

স্মারকলিপি প্রদান কালীন সময়ে বক্তব্য বলেন, সারা বিশ্বের মত আজ বাংলাদেশ করোনা ভাইরাসের মহামারীতে মানুষের জীবন ও জীবিকা বিপন্ন, বিপর্যস্ত। এই সময় আমাদের দেশে আগামী ১২জুন প্রনীত হতে যাচ্ছে বাজেট। আর আমাদের দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী। সেই নারী সমাজের স্বাস্থ্য, কাজ খাদ্য নিরাপত্তা-গর্ভবতী মহিলা-প্রসূতি মাতা-শিশুর স্বাস্থ্য নিরাপত্তাসহ জাতীয় বাজেট বিশেষ বরাদ্দের দাবি জানান। সেই সাথে গৃহস্থালি কাজকে অর্থনৈতিক কাজ হিসেবে স্বীকৃতি এবং জাতীয় আয়ে অন্তর্ভুক্ত করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...