আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী ঢাকা সফরে

ডেক্স নিউজ : হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তো একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পিটার সিজার্তো ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন পিটার সিজার্তো। বেলা ১১টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।

দুপুর পৌনে তিনটায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এ সময় দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। বিকেল ৪টায় দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এছাড়া বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি। সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...