
মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি।
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ঘনেশ্যামপুর গ্রামের আব্দুল জলিলের একমাত্র মেধাবী ছেলে দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এ কম্পিউটার সাইন্স এর ৫ম সেমিস্টারে অধ্যায়নরত রতন মাহমুদ মরণব্যাধি ক্যান্সার (T-cell Non-Hodgkin Lymphoma) রোগে আক্রান্ত হয়ে দুই মাস যাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৯০১ ওযার্ডে ২৬ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
ইতোমধ্যে তার চিকিৎসার জন্য যাবতীয় জমি-জমা ও গহনা বিক্রি করে ১২ লক্ষ টাকা খরচ করেছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার প্রয়োজন। এতে আরো প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন। তার পিতার পক্ষে এতো টাকা খরচ করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবানদের কাছ থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা। সোনালী ব্যাংক লি. হাকিমপুর শাখা। যাহার সঞ্চয়ী হিসাব নং- ১৮১২৭০১০১১৩১৯ এবং বিকাশ নং-০১৭৫০৫১৭৫৬৪।
মোঃ আব্দুল আজিজ
০১৭৯৩৫৫৫৭২৭
১৯.১২.১৯