
গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আওয়ামী যুবলীগ উপজেলা শাখার আয়োজনে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম সরকারের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুবলীগ সহ-সভাপতি আবু মুছা প্রধান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম লালু, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আসাদুজ্জামান শেখ ফরিদ, যুবলীগ নেতা মাজেদুর রহমান, দীপেশ চন্দ্র রায় ও রেজাউন নবী লিও প্রমখ। এসময় যুবলীগ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে যুবলীগের প্রতিষ্ঠতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন উপলক্ষে বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়।